images

অসংখ্য মানুষের কঠিন আত্মত্যাগ শ্রম ও আন্তরিক প্রচেষ্টায় একজন স্বপ্নদ্রষ্টার স্বপ্ন পত্রে পুষ্পে পল্লবিত হয়ে মহীরুহ হয়েছে আজকের সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শত প্রতিকূলতার মধ্যেও যার পথ চলার পাথেয়  ছিল সততা ও কর্তব্যনিষ্ঠা। এই শিক্ষা প্রতিষ্ঠান এলাকার চাহিদা মেটানোর সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র-ছাত্রীদের জ্ঞান অর্জনের সুযোগ করে দিচ্ছে। ধর্মীয় সহনশীলতা ও অসাম্প্রদায়িক মানসিকতার লালনক্ষেত্র সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আলোকিত মানুষ গড়ার কেন্দ্র হিসেবে শিক্ষার্থীদের জাতীয় শিক্ষাক্রম অনুসারে পরিকল্পিত সর্বাধুনিক পদ্ধতিতে পাঠদানের সাথে সাথে তাদের সৃজনশীল ও ইতিহাস ঐতিহ্য সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি সর্বদা সচেতন।জাতির পিতার আদর্শকে অনুসরণ করে বিশ্বাস, স্বপ্ন ও পরিশ্রমকে পুঁজি করে এগিয়ে চলা সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অর্জন করা আস্থা ধরে রাখতে সর্বদা সচেষ্ট ও বদ্ধপরিকর। আর এসবই সম্ভব হচ্ছে কতিপয় সৎ নিবেদিত প্রাণ শিক্ষানুরাগীর সমন্বয়ে গঠিত বোর্ডের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও মনোযোগ এবং অভিভাবকমন্ডলীর সহযোগিতায়। সেই সাথে কর্তব্যরত মেধাবী সৃজনশীল এবং অভিজ্ঞ শিক্ষকগণের নিরলস প্রচেষ্টায়, যাদের দায়িত্বে রয়েছেন অত্যন্ত দক্ষ, যোগ্য ও নিবেদিতপ্রাণ প্রধানগণ। এছাড়া প্রতিষ্ঠানের সকল কাজে নিরলসভাবে সার্বিক সহযোগিতায় রয়েছেন অফিসের দক্ষ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আমি এর উত্তরোত্তর উৎকর্ষ ও সাফল্য কামনা করছি।

মোহাম্মদ শামছ উদ্দিন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)