গ্রন্থাগার এর উদ্দেশ্য
গ্রন্থাগারে মানুষের তথ্যসেবা ও জ্ঞানার্জনের জন্য জ্ঞানসমৃদ্ধ বই ও অন্যান্য সামগ্রী পরিকল্পিত ও সুষ্ঠভাবে সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ করা হয়। অনুযায়ী দ্রুত পাঠককে প্রদান করা হয় তাকেই বোঝায়। “মুদ্রিত বই, সাময়িকী অথবা অন্য যে কোন চিত্রসমৃদ্ধ বা শ্রবণ-দর্শন সামগ্রীর একটি সংগঠিত সংগ্রহ হল গ্রন্থাগার।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে:
১। গ্রন্থাগারে এসে নিয়মিত বই পড়বে। চাইলে বই নিতে পারবে আবার পড়া শেষে বই জমা দিতে হবে।
২। গ্রন্থাগারে এসে বই পড়ার সময় হইহুল্লোড় করা যাবে না।